ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

শাবিপ্রবি: অনশন চলছেই, রোববার আবার আলোচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৪, ২৩ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বৈঠকে শিক্ষামন্ত্রী দীপু মনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের নানা আশ্বাস দিলেও সমস্যার সমাধান আসেনি। তাই অনশন চালিয়ে যওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে রোববার দুপুরে আবারও মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে বলেও জানান তারা। 

শনিবার রাত একটার দিকে ভার্চুয়ালি আলোচনা শুরু হয়। আলোচনা শেষে আড়াইটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তাদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষামন্ত্রীর সাথে আলোচনায় তারা পুরো ঘটনার বর্ননা করেছেন। সব শুনে মন্ত্রী বলেছেন, এটা সমাধান করতে একটু সময় লাগতে পারে।

এ জন্য আপাতত শিক্ষার্থীদের অনশন বন্ধ করার কথা বলেন মন্ত্রী। সেই সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার কথাও বলেন মন্ত্রী।

এদিকে রাত সাড়ে বারোটার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল শিক্ষামন্ত্রীর মাধ্যম হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান। রাত একটার দিকে শাবিপ্রবির ড. এমএ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের ১২৯ নম্বর কক্ষে আলোচনা মন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা শুরু হয়।

আলোচনায় যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বিধান কুমার সাহা, মহানগর ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

পরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের আইনগত ও অ্যাকাডেমিক সমস্যা যাতে না হয়, মন্ত্রী তা দেখবেন। তিনি আন্দোলনরত ও অনশনরত শিক্ষার্থীদের অনুরোধ করেছেন তারা যেন অনশন ভেঙে আন্দোলন থেকে সরে যান। তিনি আলোচনায় প্রস্তুত বলেও জানিয়েছেন। শিক্ষার্থীদের কাছ থেকে তিনি সবকিছু শুনেছেন। 

নাদেল বলেন, রোববার শিক্ষার্থীরা যেন লিখিতভাবে বিশ্ববিদ্যালয়ের বিষয়ে প্রস্তাবনা পাঠান। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে। অনশন ভাঙার বিষয়ে ইতিবাচক কোনো কথা আসেনি। শিক্ষার্থীরা বলেছেন, সবার সঙ্গে কথা বলে কাল আমাদের জানাবেন। ভিসিকে ছুটি দেওয়া বা অপসারণের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

উপাচার্যের পদত্যাগসহ বেশ কয়েকটি দাবিতে গত কয়েকদিন ধরেই শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি